মোট আক্রান্তের নিরিখে রাশিয়াকে পিছনে ফেলে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় এখন তৃতীয় স্থানে ভারত। তারপরেও রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা। এবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ৪৭ হাজার ছাড়িয়ে গেল।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ হাজার ৯৮১ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ওই সময়ের মধ্যে, আমেরিকা ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪২ হাজার ৯৩৬ ও ২৩ হাজার ১০১ জন। অর্থাৎ এক দিনে আক্রান্ত বৃদ্ধির নিরিখে আমেরিকা ও ব্রাজিলের থেকে এগিয়ে ভারত। ক্রমাগত এই বৃদ্ধির জেরে দেশে মোট করোনা আক্রান্ত হলেন ২৬ লক্ষ ৪৭ হাজার ৬৬৩ জন। প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৯২ শতাংশ।
শুরু থেকেই সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট আক্রান্ত প্রায় ৬ লক্ষ ছুঁইছুঁই। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত ৩ লক্ষ ৩৮ হাজার ৫৫ জন। সংক্রমণ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে এখন মোট আক্রান্ত ২ লক্ষ ৮৯ হাজার ৮২৯ জন। সংক্রমণের নিরিখে চতুর্থ স্থানে থাকা কর্ণাটকে মোট আক্রান্ত হয়েছেন আজ ২ লক্ষ ২৬ হাজার ৯৬৬। রাজধানী দিল্লীতে এখনও অবধি মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫২ হাজার ৫৮০ জন। মোট আক্রান্তের নিরিখে দিল্লীকে পিছনে ফেলল উত্তরপ্রদেশ। সেখানে মোট আক্রান্ত ১ লক্ষ ৫৪ হাজার ৪১৮ জন।
স্পেন, ফ্রান্স, ইতালির পর ব্রিটেনকেও পিছনে ফেলে, মৃত্যুর নিরিখে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৯৪১ জনের। এ নিয়ে দেশে মোট ৫০ হাজার ৯২১ জনের প্রাণ কাড়ল করোনা। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২০ হাজার ৩৭ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট মৃত ৫ হাজার ৭৬৬ জন। দেশের রাজধানীতে সেই সংখ্যাটা ৪ হাজার ১৯৬ জন। চতুর্থ স্থানে থাকা কর্ণাটকে কোভিডের কারণে এখনও অবধি ৩ হাজার ৯৪৭ জনের মৃত্যু হয়েছে। গুজরাতে ২ হাজার ৭৮৫ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস।
তবে দেশে কোভিড রোগীর সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যানটা বেশ স্বস্তিদায়ক। গত ক’দিনে রোজই ৫০ হাজারেও বেশি মানুষ সুস্থ হচ্ছেন। এখনও পর্যন্ত মোট ১৯ লক্ষ ১৯ হাজার ৮৪২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭২.৫১ শতাংশ আক্রান্ত সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৫৮৪ জন।