করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। কয়েকদিন আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। এরপর তাঁর সোয়াব পরীক্ষার করা হয়। রবিবার গভীর রাতে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এইমুহূর্তে তিনি বাড়িতেই রয়েছেন। জ্বরের পাশাপাশি কাশির সমস্যা রয়েছে তাঁর। সমস্যা বাড়লে কোভিড হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর এই রিপোর্ট আসার পর উদ্বেগ বেড়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ দিন থেকে জ্বরে ভুগছিলেন তিনি। দু’দিন আগে থেকে তাঁর কাশি শুরু হয়। তারপরই কৃষ্ণেন্দু নারায়ণের সোয়াব নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। ১৬ আগস্ট মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি নমুনা জমা দেন। রাতেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন তাঁর শ্বাসকষ্ট বা অন্য কোনও উপসর্গ নেই। সূত্রের খবর, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের প্রত্যেকেরই পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকালেই করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন এগরার বিধায়ক সমরেশ দাস (৭৭)। সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার ভোরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর মৃত্যু হয়। এগরার তৃণমূল বিধায়কের মৃত্যুতে শোকাহত রাজনৈতিক মহল। কয়েকদিন আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক তমোনাশ ঘোষও করোনা আক্রান্ত হয়ে মারা যান। সংক্রমণ হার কম ও সুস্থ হয়ে ওঠার হার বেশি হলেও গোটাদেশে করোনার দাপট এখনও অব্যাহত রয়েছে।