১৫ আগস্টের সন্ধেটা যেন ভারতীয় ক্রিকেট মহলে এনে দিয়েছে একরাশ অবসন্নতা। সমস্ত জল্পনা সত্যি করে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি। আর তার পর থেকেই টুইটারে আছড়ে পড়ল একের পর এক টুইট। বিরাট থেকে যুবি, শচীন থেকে সৌরভ সবাই জানালেন উইল মিস ইউ।
কোহলি বলেন, ‘‘আমাদের মধ্যে যেমন বোঝাপড়া ছিল, তেমনই বন্ধুত্ব। আর সেটা হয়েছে, কারণ আমরা একটা লক্ষ্য সামনে রেখেই খেলেছি। সেটা হল, দলের জয়। আমার জীবনের শুরুতে তোমার নেতৃত্বে খেলতে পারা একটা দারুণ অভিজ্ঞতা। তুমি আমার উপরে ভরসা রেখেছ, বিশ্বাস রেখেছ, যার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।’’ কোহালি ভিডিয়ো বার্তা শেষ করেন এই বলে, ‘‘আমি আগেও বলেছি, আবারও বলছি। তুমি চিরকাল আমার অধিনায়ক থাকবে।’’
বিরাট আরও বলেন, “চিরদিনই তুমি আমার অধিনায়ক থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা ভিডিয়ো বার্তায় ভারত অধিনায়ক বলেছেন, ‘‘জীবনে অনেক মুহূর্ত আসে, যা ভাষায় বোঝানো যায় না। এটা সে রকমই একটা। তুমি সব সময় বাসের শেষ আসনে বসতে। খুব একটা কথা বলতে না। কিন্তু তোমার উপস্থিতি, ব্যক্তিত্বই অনেক কিছু বলে দিত।’’
বিদায়বেলায় মুখ খুলেছেন ধোনির স্ত্রী সাক্ষীও। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘‘তোমার কীর্তির জন্য গর্বিত। মানুষ হিসেবেও তোমাকে নিয়ে গর্ব হয়। খেলাটা তোমার কাছে ভীষণ একটা আবেগের জায়গা ছিল। আমি নিশ্চিত, সিদ্ধান্তটা নেওয়ার সময় অতি কষ্টে চোখের জল আটকে রেখেছিলে।’’