এবার সুদূর তুরস্কে অস্কার জয়ী হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে গিয়ে বিতর্কে জড়ালেন আমির খান। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে অভিনেতা। টুইটারে অভিনেতাকে বয়কট করার ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ।
অক্ষয় কুমার ‘বেল বটম’-এর শুটিং করতে ব্রিটেন যাওয়ার পরপরই ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের জন্য তুরস্কে পাড়ি দিয়েছিলেন আমির। বিদেশে গিয়েই অনুরাগীদের সঙ্গে প্রকাশ্যে ছবি তুলেছিলেন। অনেক সময় মুখে মাস্কও পরছেন না অভিনেতা। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়ইপ এরদোগানের স্ত্রী এমাইন এরদোগানের সঙ্গে দেখা করে বিতর্কে জড়ালেন মিস্টার পারফেকশনিস্ট। আমিরের সঙ্গে এমাইন এরদোগানের একাধিক ছবি প্রকাশ্যে এসেছে।
আমিরের সঙ্গে সাক্ষাতের পর ছবি পোস্ট করে টুইটারে এমাইন লিখেছেন, ‘বিশ্বের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক আমির খানের সঙ্গে দেখা করে আমি অত্যন্ত গর্ববোধ করছি। উনি তুরস্কের বিভিন্ন জায়গায় তাঁর আগামী ছবি লাল সিং চাড্ডার শ্যুটিং করেছেন জেনে আমি বেশ আনন্দিত।’ এই পোস্টের পরই তৈরি হয় বিতর্ক।
ভারত বিরোধী রাষ্ট্রপতির স্ত্রীর সঙ্গে খোশগল্পে মাতার জন্য নেট দুনিয়ায় অনেকেই আমিরকে কটাক্ষ করে বলেছেন, আমির খান ভারতে নিরাপদ বোধ করছেন না, বরং ভারত-বিরোধী তুরস্কে তিনি বেশি সুরক্ষিত বোধ করেন। তাই তো করোনার আবহে এমন খোশ গল্পে মেতেছেন। কেউ আবার বলেছেন দেশের অর্থে বাইরে গিয়ে আমোদে মেতেছেন অভিনেতা। আমির খান ও তাঁর ছবিতে বয়কটের ডাকও দিয়েছেন অনেকে।