দলের তখন ঘোর দুঃসময়। জাতীয় দলের দায়িত্ব কাঁধে নেবে? এমন সাহস কেউ দেখাতে পারছে না। কিন্তু আমার সিক্সথ সেন্স বলেছিল ধোনিকে ক্যাপ্টেন করো। আর তারপরই সেই লম্বা সোনালী চুলের মাহি হয়ে গেল ভারতীয় দলের ক্যাপ্টেন। স্মৃতিচারণায় বসে এদিন এমনটাই গল্প শোনালেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের একসময়ের নির্বাচক দিলীপ বেঙ্গসরকার।
তিনি বলছিলেন, “লোকে বলে ধোনির কেরিয়ারে নাকি আমার প্রচুর অবদান আছে। কারণজ আমি নির্বাচক প্রধান থাকার সময় ও ভারতীয় টিমের সহ-অধিনায়ক হয়েছে। অধিনায়কও হয়েছে। টিআরডিও প্রধান থাকার সময় এমএসের প্রোফাইল আমার হাতে এসেছিল। পাঠিয়েছিলেন, প্রাক্তন বাংলা অধিনায়ক পিসি পোদ্দার। এটা ভেবে ভাল লাগে যে, ধোনিকে ক্যাপ্টেন বাছা আমার ভুল হয়নি। বরং আমাদের নির্বাচক কমিটির হয়তো শ্রেষ্ঠ সিদ্ধান্ত সেটা। কিন্তু মজার হল, দারুণ কিছু ভেবেচিন্তে আমি ধোনিকে অধিনায়ক করিনি। আমার সিক্সথ সেন্স বলেছিল, ধোনিকে ক্যাপ্টেন করো!”
গত ১৫ আগস্ট সন্ধে ৭টা ২৯ মিনিটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ধোনি। সেই নিয়ে দিলীপ বলছিলেন, “সেদিন রাত থেকে দু’টো প্রশ্ন খুব ঘুরছে দেখছি চারদিকে। এক, ধোনির অবসর নিতে দেরি করল কি না? দুই, ধোনির পরিবর্ত কবে পাবে ভারত? আমি মনে করি, প্রত্যেক ক্রিকেটারের অধিকার আছে নিজের কেরিয়ারের শেষ দিনটা বাছার। ধোনির মত বড়মাপের ক্রিকেটার তো আরও ভাল করে জানে, কবে জায়গা ছাড়তে হবে। আর দ্বিতীয় এমএস ধোনি? জানি না কবে আসবে। আগামী ১০০ বছরেও এটা অসম্ভব!”