এক বছরের বেশি সময় ধরে উপত্যকায় ৪জি ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার পর তা শুরু হল। রবিবার রাত থেকে জম্মু-কাশ্মীরের দুই জেলায় ৪জি ইন্টারনেট পরিষেবা চালু করা হল।
গত বছর ৫ অগস্ট জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার আগেই উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। নাশকতার আশঙ্কা থাকায় বন্ধ করা হয় এই পরিষেবা। তারপর গত ২৫ জানুয়ারি ২জি ইন্টারনেট পরিষেবা শুরু হয় সেখানে। কিন্তু এই মাসে সুপ্রিম কোর্ট জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দেয় কিছু এলাকায় ৪জি পরিষেবা চালু করতে।
সুপ্রিম কোর্টকে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, একটি বিশেষ কমিটি যারা জম্মু-কাশ্মীরের ২০টি জেলায় ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়টি দেখছে, তারাই এই প্রস্তাব দিয়েছে। জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র দফতরের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, “কাশ্মীরের গান্দেরবাল ও জম্মুর উধমপুর জেলায় হাইস্পিড ইন্টারনেট পরিষেবা চালু করা হল। পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চলবে। বাকি ১৮টি জেলায় ২জি পরিষেবা চলবে।”
এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, শুরু থেকেই শুধুমাত্র পোস্টপেড গ্রাহকরা এই হাইস্পিড ইন্টারনেট পরিষেবা পাবেন। কিন্তু প্রিপেড গ্রাহকরা একবার ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এই পরিষেবার সুবিধা পাবেন। এই ৪জি পরিষেবায় স্পিডের কোনও লিমিট থাকবে না বলেই জানানো হয়েছে নির্দেশিকায়।