আজ সোমবার, সপ্তাহের প্রথমদিন থেকেই চালু হল কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীদের স্বাস্থ্যের অবস্থা পরিবারের সদস্যদের জানাতে এই সিস্টেমটি চালুর কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। আর সেটাই চালু হওয়ার কথা নবান্নে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিংহ। তিনি জানান, এমআর বাঙুর, মেডিক্যাল কলেজ-সহ কলকাতার তিনটি কোভিড হাসপাতালকে এই ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুখ্যসচিব এ দিন জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গেলেই রোগীদের স্বাস্থ্যের অবস্থা জানার একটি পেজ থাকবে। সেখানে রোগীর নাম লিখলে, হাসপাতালে তাঁকে ভর্তির সময় যে ফোন নম্বর দেওয়া হয়েছিল, সেই নম্বরে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওটিপি দিলে রোগী সম্পর্কিত সমস্ত তথ্যই জানা যাবে। মুখ্যসচিব ব্যাখ্যা করে বলেন, রোগীর স্বাস্থ্যের কী রকম অবস্থা, সঙ্কটজনক না অনেকাংশে সুস্থ, রোগীকে অক্সিজেন দেওয়া হচ্ছে কি না, রোগীর রক্তচাপ কত, জ্বর আছে কি না, থাকলে তাপমাত্রা কত— সব রকম তথ্য আপডেট করা হবে।
রাজীব সিংহ এ দিন আশাপ্রকাশ করেন, আগামী ৭ দিনের মধ্যে রাজ্যের ৮৪টি কোভিড হাসপাতালকেই এই পরিষেবার অন্তর্ভুক্ত করা সম্ভব হবে। গোটা দেশের মধ্যে বাংলাতেই প্রথম এই রোগী ম্যানেজমেন্ট পদ্ধতি প্রথম বলে দাবি করেন মুখ্যসচিব। সেই সঙ্গে এ দিন তিনি বলেন, ‘‘রাজ্যের কোভিড হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা মোট বেডের অনুপাতে মাত্র ৩৫ শতাংশ। অর্থাৎ এখনও অধিকাংশ শয্যা ফাঁকা। আতঙ্কের কিছু নেই।’’
তিনি এ দিন জানিয়েছেন, কোভিড নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়ে বর্তমানে প্রায় ৩৪ হাজারে বৃদ্ধি করা হয়েছে এবং তা আরও বাড়ানোর চেষ্টা চলছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় এ রাজ্যের নমুনা পরীক্ষার সংখ্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার দ্বিগুণের বেশি বলে জানিয়েছেন মুখ্যসচিব। তিনি বলেন, ‘‘রাজ্যে প্রতি ১০ লাখ জনসংখ্যায় ৩৭৭ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা ১৪০ জন।”