একটা নয়, দুটো নয়… এমনকি হাফ ডজনও নয়। একেবারে আট গোলের লজ্জা। আর এর জেরে এবার চাকরি যেতে চলেছে বার্সা কোচ কিকে সেতিয়েনের। শুক্রবার গভীর রাতে ম্যাচের পরই বেশ কিছু স্প্যানিশ সংবাদমাধ্যম দাবি করে, মেসিদের হেড কোচের পদ থেকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে তাঁকে। আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। সেতিয়েন নিজেও স্বীকার করে নিয়েছেন, বার্সায় তাঁর অধ্যায় শেষ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। যদিও ক্লাবের পক্ষ থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত কোনওকিছু জানানো হয়নি।
এরই মধ্যে সেতিয়েনের বদলি হিসেবে টটেনহ্যাম হটস্পারের প্রাক্তন আর্জেন্তাইন কোচ মরিসিও পোচেত্তিনোর নাম জোরালো হচ্ছে। উল্লেখ্য, সেতিয়েনের পাশাপশি চাকরি হারাতে পারেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালও। চলতি মরশুমের শুরু থেকেই নানা সমস্যায় জর্জরিত ছিল বার্সেলোনা। ঘরোয়া মরশুমে খুব একটা ভালো শুরু না করতে পারায় আগেই জানুয়ারিতে বরখাস্ত হয়েছিলেন আর্নেস্তো ভালভার্দে। তাঁর পরিবর্তে সেতিয়েনকে দায়িত্বে আনা হলেও দলের খেলায় খুব একটা পরিবর্তন ঘটেনি। বরং ফুটবলারদের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। যার প্রভাব পড়ে পারফরম্যান্সেও।
মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন সমস্যায় জর্জরিত কাতালন ক্লাবটিতে বড়সড় পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মনে করেছিলেন অনেকেই। দলের প্রাণভ্রোমরা লিওনেল মেসি আগেই এই পরিবর্তনের কথা বলেছিলেন। এবার বায়ার্নের কাছে বিধ্বস্ত হওয়ার পর ডিফেন্ডার জেরার্ড পিকেও কান্নাভেজা কণ্ঠে সেই পরিবর্তনের কথা তুললেন। প্রয়োজনে নিজেও সরে যেতে দ্বিধাবোধ করবেন না বলে জানালেন তিনি। পিকে বলেন, “এই হার লজ্জার। বার্সেলোনায় পরিবর্তন দরকার। নির্দিষ্ট করে বলার কিছু নেই। ফুটবলে নিয়মিত পরিবর্তন প্রয়োজন। ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের সবকিছুই করতে হবে। পরিবর্তনের শুরুটা আমি হলেও ক্ষতি নেই।”