গত সোমবার বাড়ির বাথরুমে পরে গিয়ে মাথায় রক্ত জমাট বেঁধেছিল। তারপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি। মাঝে কয়েকদিন প্রচণ্ড আশঙ্কাজনক অবস্থায় থাকলেও আজ সকাল থেকে ফের চিকিৎসায় সাড়া দিচ্ছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। খুব তাড়াতাড়িই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। রবিবার এমনই আশার খবর শোনালেন তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।
দিন তিনেক আগেই গুজব উড়িয়ে জানিয়ে দিয়েছিলেন তাঁর বাবা বেঁচে আছেন। চিকিৎসায় কাজও হচ্ছে। আগের থেকে অবস্থার আর অবনতি ঘটেনি। আর এদিন অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইটে অনেকটাই স্বস্তিতে দেশের রাজনৈতিক মহল। টুইট করে প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে জানালেন, তাঁর বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভাল ও স্থিতিশীল। লেখেন, “আপনাদের সকলের প্রার্থনা আর শুভকামনায় এখন উনি অনেকটাই ভাল আছেন। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল। আমাদের দৃঢ় বিশ্বাস, উনি শীঘ্রই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।”
গত সোমবার থেকেই দিল্লীর সেনা হাসপাতালে ভর্তি দেশের প্রাক্তন রাষ্ট্রপতি। বাথরুমে পরে গিয়ে মাথায় রক্ত জমাট বাঁধায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অন্যান্য পরীক্ষার সঙ্গে করা হয় কোভিড টেস্টও। তখনই জানা যায়, শরীরে করোনা ভাইরাসও বাঁসা বেঁধেছে। ৮৪ বছরের প্রণববাবুকে সুস্থ করে তুলতে অস্ত্রোপচার করা হয়। তা সফল হলেও তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। তারপর থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে। তবে এদিন তাঁর সুস্থতার খবর মিলতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজনৈতিক মহল।