ভারতে নিজেদের ব্যবসায়িক মুনাফার জন্যই তেলেঙ্গানার বিজেপি নেতার ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। এদিন এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। শুক্রবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে, এখানকার বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করলে ভারতে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে, এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ফেসবুক।
ওয়াল স্ট্রিট জার্নাল ওই রিপোর্টে একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেছে। তাতে বলা হয়েছে, তেলেঙ্গানার সেই বিজেপি বিধায়ক টি রাজা প্রকাশ্যে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার কথা বলেছিলেন। সেই বক্তব্যই ফেসবুকে ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। কিন্তু কোনও ব্যবস্থাই হয়নি। কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তাও উল্লেখ করেছে ওয়ালস্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ফেসবুকের পাবলিক পলিসি বিষয়ক আধিকারিক আঁখি দাস মূলত পদক্ষেপের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন।
জানানো হয়েছে, তিনি নাকি বলেছিলেন, কেন্দ্রের শাসকদলের নেতাদের বিরুদ্ধে ‘বিদ্বেষ রোধ আইন’ প্রয়োগ করলে তা ভারতের বাজারে ব্যবসায়িক ক্ষতির সামনে দাঁড় করাতে পারে সংস্থাকে। সে কারণেই কর্মীদের তিনি নির্দেশ দিয়েছিলেন, বিজেপি নেতা টি রাজার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। শুধু তাই নয়। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত বিস্ফোরক ওই প্রতিবেদনে বলা হয়েছ, “টি রাজার বক্তব্য ছিল হিংসা ও উস্কানিতে ভরা। তবু ফেসবুক ব্যবস্থা নেয়নি। এটা এক ধরনের কেন্দ্রের শাসকদলের হয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ।”