গত ১৫ জুন রাতে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। আর তারপর থেকেই চরমে উঠেছে ভারত-চীন বিবাদ। চীনের আগ্রাসন নীতিতে সাম্প্রতিক কালে বারবারই তৈরি হয়েছে যুদ্ধের বাতাবরণ। তবে ভারতের স্বাধীনতা দিবসে তাকে শুভেচ্ছা জানাতে ভুল করল না প্রতিবেশী দেশ। ভারত সরকার ও ভারতের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে হাতে হাত রেখে চলার বার্তা দিল ড্রাগনের দেশ। ক্রমশ বাড়তে থাকা তিক্ততার সম্পর্কে এই শুভেচ্ছা অনেকটা মিছরির দানার মতো।
করোনা পরিস্থিতির মধ্যেই শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে ভারতে। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই ভারতকে শুভেচ্ছাবার্তা জানিয়েছে রাশিয়া, আমেরিকার মতো বিশ্বের একাধিক দেশ। সীমান্ত ইস্যুতে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকলেও এদিন ভারতকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি জিনপিং প্রশাসন। শনিবার ভারতে অবস্থিত চিনের রাষ্ট্রদূত সান ওয়েডং সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতকে ৭৪ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারত সরকার ও ভারতের জনগণকে অনেক শুভেচ্ছা। আশা রাখি প্রাচীন সভ্যতার ঐতিহ্যশালী দুটি মহান দেশ ভারত এবং চীন পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একত্রে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে।’ যদিও একে জুতো মেরে গরু দানই বলছে নেটিজেনরা।