উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্যায়ের ইতিহাসে এত বড় ব্যবধানে হারেনি কোনও দলই। বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনা বিধ্বস্ত হওয়ার পরে ভেঙে পড়েছেন বার্সার সমর্থকরাও।এমন লজ্জা আর অপমান নিয়ে শেষ কবে মাঠ ছেড়েছিল লিও মেসির বার্সেলোনা, তা অনেকেরই মনে পড়ছে না। তবে জানা গেছে, মেসিদের হেড কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করা হয়েছে। ম্যাচ শেষের পরে সেতিয়েন নিজেও স্বীকার করে নিয়েছেন বার্সায় তাঁর অধ্যায় শেষ হওয়া কেবল সময়ের অপেক্ষা।
বার্সেলোনার প্রেসিডেন্ট বার্তোমিউ জানিয়েছেন, “ক্লাব ম্যানেজমেন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে সরকারি ঘোষণা হবে। আজকের দিনটা ক্লাবের সমর্থকদের কাছে ক্ষমা চাওয়ার দিন।” বার্সার কাছে হারের পরে সাংবাদিক বৈঠকে আসেননি অধিনায়ক লিও মেসি। সেতিয়েন বলেছেন, “এটা অত্যন্ত যন্ত্রণার হার।’’ তাঁর ভবিষ্যৎ নিয়ে উড়ে আসে প্রশ্ন। সেতিয়েন জবাবে বলেছেন, ‘‘আমার থাকা না থাকার কথা বলার সময় এটা নয়। এটা আমার ওপর নির্ভরও করছে না। আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। সমর্থকদের কথা ভেবে আমার খারাপ লাগছে।’’