স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ শুক্রবার সকালে শ্রীনগরের প্রান্তে নওগাম এলাকায় ফের জঙ্গী হামলা ঘটল। অতর্কিতেই পুলিশের উপর হামলা চালায় এক দল জঙ্গী। কনভয় থেকে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গীরা। এই আচমকা হামলায় জখম হন পাঁচ পুলিশকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
স্বাধীনতা দিবসের আগের দিন নিরাপত্তা খতিয়ে দেখতেই উপত্যকায় টহল দিচ্ছিল পুলিশ। সেই সময়েই হামলা চালায় জঙ্গীরা। শ্রীনগর-নওগাম বাইপাসের উপর সকাল সাতটা নাগাদ জঙ্গী হামলার ঘটনা ঘটে। জঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনাবাহিনী।
সপ্তাহ খানেক আগেই মনোজ সিনহা জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব নিয়েছেন। তার মধ্যেই এই জঙ্গী হামলার ঘটনা ঘটল আজ।
প্রসঙ্গত, সম্প্রতিই লেফটেন্যান্ট গভর্নর বদল হয়েছে জম্মু ও কাশ্মীরের। জিসি মুর্মু পদত্যাগ করেন লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে। ১৯৮৫ ব্যাচের গুজরাত ক্যাডারের অফিসার ছিলেন মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী তখন সেই রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই আমলা।