বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে দিল্লিতে তলব করলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। দলের এক সূত্রের দাবি, নড্ডা দিলীপবাবুকে আগামী সপ্তাহে দিল্লিতে তাঁর সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। দিলীপবাবুকে বিতর্কিত ভাষা ব্যবহারে বিরত করাই এই তলবের উদ্দেশ্য। পাশাপাশি, দিলীপবাবু এবং তাঁর শিবির সম্পর্কে সম্প্রতি দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে সব অভিযোগ গিয়েছে, সে সবও আলোচনায় উঠে আসতে পারে বলে দলের একটি সূত্রের দাবি।
রাজ্য বিজেপিতে নিজের মন্তব্যের জন্য সবসময় শিরোনামে দিলীপ ঘোষ তাঁর মন্তব্য নিয়ে আলোচনার শেষ নেই। বিরোধী দলের নেতাদের ক্রমাগত আক্রমণে বিজেপি কর্মীরা জোর পান বলেই মনে করেন বিজেপি রাজ্য সভাপতি। কিন্তু সূত্রের খবর, রাজ্য সভাপতি কিছু কিছু মন্তব্যে নাকি দলের অন্দরে অজান্তেই ধরছে ফাটল। আর তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভুড়িভুড়ি অভিযোগ গিয়েছে। সূত্রের খবর, সে সংক্রান্ত আলোচনার জন্যই দিলীপ ঘোষকে ডেকে পাঠালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
সম্প্রতি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়। এমনকি, দিলীপবাবু রাজ্য সভাপতির পদ ছাড়তে চান বলেও গুঞ্জন শুরু হয়। দিলীপবাবুকে প্রশ্ন করা হয়, তিনি সত্যিই রাজ্য সভাপতি পদ ছাড়তে চেয়েছিলেন কি না। জবাবে তিনি বলেন, ‘‘দিলীপ ঘোষ যদি পদত্যাগ করতে চাইত, তা হলে এত দিন পদে থাকত না! আমি বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে, তার বুকে পা দিয়ে রাজনীতি করব! বাংলার পরিবর্তন দিলীপ ঘোষ একা করতে পারবে! কারও যদি আত্মবিশ্বাস, বিশ্বাস না থাকে, বাড়িতে বসে থাকুক! আমাদের মুখ্যমন্ত্রী হলে ওরা যেন মিষ্টি খেতে আসে।’’ বিজেপির একটি সূত্রের দাবি, দিলীপবাবুর ওই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ সে দিনই পৌঁছে দেওয়া হয় নড্ডা এবং আরএসএস নেতাদের কাছে। ওই মন্তব্য একটি দলের রাজ্য সভাপতির মুখে শোভন কি না, তা নিয়ে চর্চা শুরু হয় দলেরই অন্দরে।
আর তারপরেই এই তলব যথেষ্ট আলোড়ন ফেলেছে রাজনৈতিক মহলে। সবসময় দিলীপ যেভাবে একের পর এক অশোভন মন্তব্য করে চলেন তার জন্যে নাড্ডা ক্ষুব্ধ হয়েছেন বলেই সূত্রের খবর।