আইপিএলের একদম প্রথম সিজন থেকেই সিএসকে দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। পুরোনো খেলোয়াড়দের ধরে রাখার ফলে দলের প্রতিটি ক্রিকেটারের ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন ক্যাপ্টেন কুল। প্রয়োজনে ক্রিকেটে খেলোয়াড়দের আসল শক্তি কোথায় তাও মনে করিয়ে দেন মাহি। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক তথা সিএসকের অধিনায়ককে নিয়ে এমনই মন্তব্য করলেন দীপক চাহার। গত বছর থেকে কোমরের ব্যথার জন্য দলের বাইরে রয়েছেন এই ফাস্ট বোলার। কিন্তু এখন সুস্থ হয়ে উঠেছেন। আপাতত তাঁর লক্ষ্য চলতি বছরের আইপিএল।
চেন্নাই সুপার কিংসের শিবিরে যোগ দেওয়ার আগে ভারতীয় দলের এই বোলারটি জানালেন, “লকডাউনের সময় প্রতিনিয়ত ধোনি ভাইয়ের থেকে পরামর্শ নিয়েছি। কিছুদিন আগেই মাহি ভাই আমাকে ফোন করে বলেন- চোট সারিয়ে ওঠার পর পর্যাপ্ত ম্যাচ খেলার মত অবস্থায় আমি রয়েছি কিনা? পাশাপাশি আমার চোটপ্রবণতা সম্পর্কেও কিছু কথা বলেন ধোনি ভাই। ভারতীয় ক্রিকেটের এমন কিংবদন্তির কাছ থেকে পরামর্শ পেয়ে আলাদা একটা অনুভূতি হয়। ধোনি ভাইয়ের অধীনে খেলার সুযোগ পেয়ে আমিও নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি।”
প্রসঙ্গত, সিএসকে টিমে ৪ বছর ধরে খেলছেন চাহার। তাই খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন ধোনিকে। মাহির অধিনায়কত্বের প্রশংসা করে তিনি বলেন, “সিএসকে টিমকে পরিবারের মত আগলে রাখেন ধোনি। প্রতিটি ক্রিকেটারের সক্ষমতা সম্পর্কেও দারুণ ওয়াকিবহাল তিনি। তাই কেউ কোনও সমস্যায় পড়লে তাকে তার আসল শক্তির কথা স্মরণ করিয়ে দেন মাহি ভাই। চোট পাওয়ার পর আমাকে বাড়িতে কিছু শরীরচর্চা করার উপদেশ দিয়েছেন তিনি। যাতে আমি ফিট থাকতে পারি।”