কলকাতার দুই অন্যতম সেরা ক্লাবের সংযুক্তির পরই চলতি বছর আইএসএলে ভাল ফল করার লক্ষ্যে দল গোছাতে শুরু করে দিয়েছে এটিকে-মোহনবাগান। রয় কৃষ্ণ, প্রবীর দাস, প্রীতম কোটাল, এডু গার্সিয়া, শেখ সাহিলের পর এবার এই ক্লাবেরই একসময়ের প্রাক্তন ফুটবলার শুভাশিস বোসের সঙ্গে চুক্তি সেরে ফেলল ক্লাব। আগামী পাঁচ বছরের চুক্তিতে গতকাল এটিকে-মোহনবাগানে সই করলেন জাতীয় দলে খেলা তরুণ ডিফেন্ডার শুভাশিস।
এক সময় সবুজ-মেরুন জার্সিতে কলকাতা ময়দান কাঁপিয়েছেন তিনি। রক্ষণে দাঁড়িয়ে থেকে প্রতিপক্ষ দলের বহু আক্রমণকে প্রতিহত করেছেন। ২০১৭ সালে মোহনবাগানের হয়ে খেলেন তিনি। তারপর চলে যান বেঙ্গালুরু এফসিতে খেলতে। সেখান থেকে দু’বছরের জন্য মুম্বই সিটি এফসি-তে যোগ দেন এই বঙ্গতনয়। দিনকয়েক আগেই মুম্বই সিটি এফসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। তারপরই ফের নিজের পুরনো ক্লাবে ফিরলেন তিনি।
এটিকে-মোহনবাগানে যোগ দিয়ে তিনি বলেছেন, “নিজের শহরে ফিরতে পেরে খুশি আমি। নিজের সেরাটা দিয়ে আমার দলকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব।” এদিকে, করোনা আবহে কবে শুরু হবে আগামী মরসুমের আইএসএল, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সম্ভবত শুরু হতে পারে ২০২০-২১ মরসুমের আইএসএল।