কোভ্যাক্সিনের প্রথম পর্যায়ের ট্রায়াল প্রায় শেষ। এবার দ্বিতীয় পর্যায়ের শুরু করা হবে। সেইমতোই প্রস্তুতি নিচ্ছে কোভ্যাক্সিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক। জানা যাচ্ছে, আগামী মাসের প্রথম সপ্তাহেই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই করোনা ভ্যাকসিনটির দ্বিতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে।
ভারত বায়োটেক সূত্রের খবর, ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলাফলের রিপোর্ট খুব শীঘ্রই জমা করা হবে। এবং সেপ্টেম্বরের প্রথম পর্যায়ে শুরু করা হবে ফেজ-২ ট্রায়াল। সেজন্য স্বেচ্ছাসেবক নেওয়াও শুরু হয়ে গিয়েছে।
প্রথম পর্যায়ে দেশের মোট ১২টি চিকিৎসাকেন্দ্রে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল হওয়ার কথা ছিল। এর মধ্যে ১১টি চিকিৎসাকেন্দ্রে এই পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়েছে বলে সংস্থা সূত্রের দাবি। শুধুমাত্র দিল্লী এইমসে এখনও প্রথম পর্যায়ের ট্রায়াল চলছে।
দিল্লী ছাড়া রোহতকের পিজিআই হাসপাতালে প্রথম পর্যায়ের ট্রায়ালের প্রথম পর্বে ৫০ জনের শরীরে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। এদের ট্রায়ালের যে ফলাফল এসেছে তা আশাব্যঞ্জক বলে দাবি করেছেন ওই হাসপাতালের কোভ্যাক্সিন ট্রায়ালের পর্যবেক্ষক ডাঃ সবিতা বর্মা।
উল্লেখ্য, ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের পাশাপাশি সেরাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন কোভিশিল্ডেরও ট্রায়াল শুরু হচ্ছে ভারতে। সেরাম ইনস্টিটিউটকে এই ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিয়ে দিয়েছেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।