মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত জনপ্রিয় চিকিৎসক প্রদীপ ভট্টাচার্যের বিলে চাপের মুখে ছাড় দিল কলকাতার মেডিকা হাসপাতাল। আগে বিল করা হয়েছিল ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৫২ টাকা। এবার তার থেকে ছাড় দেওয়া হল ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দোপাধ্যায়।
২৩ দিন আইসিইউতে ছিলেন চিকিৎসক প্রদীপ ভট্টাচার্য। মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের তথ্য অনুযায়ী, মোট বিল হয় ১৮ লক্ষ ৩৪ হাজার ৯৫২ টাকা। এর মধ্যে ওষুধের বিল ৬ লক্ষ ৯০ হাজার টাকা। বিমা কোম্পানি (টিপিএ) দিয়েছে ৩ লক্ষ টাকা। চিকিৎসকের পরিবার হাসপাতালকে দেয় ১১ লক্ষ ৭৫ হাজার টাকা।
সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় তো উঠেছিলই। অন্য দিকে, বুধবার রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান টেক্সট মেসেজ করে বিল রিভিউ করার নির্দেশ দেন। বুধবারই হাসপাতালের পক্ষে বিল রিভিউ করা হবে বলে জানানো হয়। এরপরই মোট বিল থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বাদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মেডিকা।
প্রসঙ্গত, এলাকায় খুবই জনপ্রিয় ডাক্তার ছিলেন প্রদীপ ভট্টাচার্য। লকডাউনেও শ্যামনগর এলাকায় নিয়মিত রোগী দেখেন বলে জানা যায়। ওই এলাকার চটকলের শ্রমিকদের জন্য তিনি অতি কম খরচে রোগী দেখতেন বলেও খ্যাতি ছিল। শেষে তিনি নিজেই সংক্রামিত হন গত মাসে। মেডিকা হাসপাতালে দীর্ঘ চিকিৎসা করেও শেষরক্ষা হয়নি। সোমবার দুপুরে মারা যান তিনি।