দেশের অভিজ্ঞ প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতা যেন রাজ্য ক্রিকেট সংস্থাগুলো কাজে লাগায়। গতকাল এমনই পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এক ওয়েবিনারে দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে এই পরামর্শ দেন তিনি। প্রসঙ্গত, ইন্টারনেটের মাধ্যমে হওয়া এই আলোচনাসভায় দ্রাবিড় ছাড়াও অংশ নিয়েছিলেন বিভিন্ন রাজ্য সংস্থার সচিব ও ক্রিকেট সংক্রান্ত বিভাগের প্রধানেরা।
এই মুহূর্তে গোটা বিশ্ব করোনা সংক্রমণে জর্জরিত। তাই ক্রিকেটারদের শারীরচর্চা ও সে সংক্রান্ত তথ্য সহযোগে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দ্রাবিড়। আলোচনায় যোগ দেওয়া এক রাজ্য সংস্থার সচিব সংবাদসংস্থাকে বলেন, ‘‘রাহুল আলোচনায় একবারও বলেননি যে, প্রাক্তন ক্রিকেটারদের রাজ্য সংস্থায় অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক হোক। ওঁর পরামর্শ, প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই খেলার ব্যাপারে অভিজ্ঞ। সেই অভিজ্ঞতাই কাজে লাগানো হোক। রাহুলের মতে, যদি রাজ্য সংস্থায় এসব প্রাক্তন ক্রিকেটারদের যোগ করা হয়, তা হলে তাঁদের বিশেষ জ্ঞান কাজে লাগানো যাবে ক্রিকেটের প্রসারে।’’
আলোচনায় ক্রিকেটারদের অনুশীলনের প্রসঙ্গ উঠলে দ্রাবিড় ও জাতীয় অ্যাকাডেমির অন্যরা বলেন, ‘‘জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি দু’টি ধাপে ক্রিকেট অনুশীলনের প্রক্রিয়া ফেরাতে চায়। এক, ইন্টারনেটের মাধ্যমে। দুই, মাঠে শারীরর্চচা করে।’’ তাঁরা যোগ করেন, ‘‘বর্তমান কোভিড পরিস্থিতিতে রাজ্য সংস্থাগুলোর পক্ষে সম্ভব নয়, ২৫-৩০ জন ক্রিকেটারকে নিয়ে একসঙ্গে অনুশীলন করানো। সে ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে ‘ভার্চুয়াল ট্রেনিং’ হোক ট্রেনার ও ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে। সময় মতো কয়েক জনকে ধাপে ধাপে ডেকে নিয়ে মাঠে শারীরচর্চা করানো যেতে পারে।’’