করোনা আবহে অভিনেতা সোনু সুদকে একেবারে অন্য অবতারে দেখেছে গোটা দেশ। শ্রমিকদের নিজের বাড়ি পৌঁছানো হোক বা অন্য যে কোনো ভাবে সাহায্যে হাত বাড়িয়েছেন তিনি। দুঃস্থ মানুষের আর্তি শুনে তিনি এখন আর মুখ ফিরিয়ে থাকতে পারছেন না। এবার তিনি এক শয্যাশায়ী তরুণীর দিকে সাহায্যের হাত বাড়ালেন তাঁকে নিজের পায়ে দাঁড়া করানোর জন্য।
উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা ২২ বছরের প্রজ্ঞা মিশ্র একটি পথ দূর্ঘটনায় পর থেকে হাটাচলা বন্ধ হয়ে যায়। কারণ তাঁর হাঁটুতে বড়সড় চোট লাগে, যার ফলে একপ্রকার পঙ্গু হয়েই বাড়িতে থাকতে হচ্ছিল। চোখে স্বপ্ন রয়েছে পড়াশুনা করে বড় হওয়ার। তবে বাদ সাধছিল পরিবারের আর্থিক পরিস্থিতি। চিকিৎসকরা জানিয়েছিলেন, হাঁটুর অস্ত্রোপচার করতে অনেক টাকা লাগবে, যা তাঁর বাবার পক্ষে দেওয়া সম্ভব হয়ে উঠছিল না।
বিজেপি শাসিত এই রাজ্যে একাধিক নেতা-মন্ত্রীর কাছে সাহায্য চেয়েও কোনও লাভ হয়নি। শেষে তরুণী নিজেই সোনু সুদের সঙ্গে যোগাযোগ করেন। জানান তাঁর অবস্থার কথা। তারপরেই উদ্যোগ নেন তিনি। জানা যাচ্ছে, প্রজ্ঞাকে দিল্লীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান তিনি। চলে জটিল অস্ত্রোপচার। যার খরচ দেড় লক্ষ টাকা। সেটি সম্পূর্ণভাবে বহন করেছেন তিনি। অবশেষে তা সফল হয়েছে। আপাতত প্রজ্ঞা নিজের পায়ে দাঁড়াতে পারছে।