কোভিড যুদ্ধে রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে চিকিৎসক ঘাটতি মেটাতে এবার করোনায় (Corona Virus) সংক্রমিতদের চিকিৎসায় নেমে পড়লেন হাজার খানেক বেসরকারি ডাক্তার। এবার কলকাতার কোনও থানায় ফোন করলেই ওই ডাক্তারদের নম্বর পাওয়া যাবে এবং সঙ্গে সঙ্গে টেলিফোনেই অসুস্থকে পরামর্শ দেবেন তাঁরা।
ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন আইএমএ’র রাজ্য শাখা থানা ও জোনভিত্তিক ডাক্তারদের তালিকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকারের কাছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভা ও পুলিশ প্রবীণদের জন্য যে বিশেষ পরিষেবা চালু করেছে তারই অংশ হয়ে ২৪ ঘণ্টাই শহরে চিকিৎসা পৌঁছে দেবেন আইএমএ’র ডাক্তাররা। চিকিৎসকদের অন্য একটি সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে কোভিড প্রোটোকল টিমে কাজ করছে।
শুধু চিকিৎসা নয়, হাসপাতালগুলিতে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার প্রোটোকল ঠিকমতো মানা হচ্ছে কি না তাও স্বাস্থ্যদপ্তরের টিমের সঙ্গে গিয়ে দেখবেন ওই সংগঠনের চিকিৎসকরা। সরকারি চিকিৎসকদের সঙ্গে মৃদু উপসর্গ বা উপসর্গহীনদের সুস্থ করতে সেফ হোমেও ডিউটি করবেন তাঁরা।