করোনার প্রতিষেধক হিসাবে বিশ্বে প্রথম রেজিস্ট্রেশন হয়েছে রাশিয়ার ‘স্পুটনিক ভি’-এর নাম। অনেক দেশই মুখিয়ে রয়েছে এই রাশিয়া পাওয়ার জন্য। বুধবার রাশিয়ার সরকারের পক্ষ থেকে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দাবি করে, বিশ্বের অন্তত ২০টি দেশ ভ্যাকসিন পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এই প্রতিষেধকের তৃতীয় পর্বের ট্রায়াল এবং পরবর্তীকালে উৎপাদনও শুরু হবে এই দেশগুলিতে। এই তালিকায় রয়েছে তুরস্ক, কিউবা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল বা ভারতও।
ভ্যাকসিনের উৎপাদন ও ট্রায়ালের অংশীদার যে ভারতও, তা এই প্রতিষেধকের রেজিস্ট্রেশনের পরেই দাবি করে রাশিয়া। রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো জানান, “সামনের মাসেই বাজারে টিকা ছাড়ার আদেশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে। দ্রত গতিতে চলছে টিকা উৎপাদনের কাজ। এ বছরের মধ্যেই সাড়ে ৪ কোটিরও বেশি পরিমাণ প্রতিষেধকের ডোজ তৈরি করতে পারবে রাশিয়া। তবে প্রতিষেধক উৎপাদনের পাশাপাশি চলবে এটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালও”।