সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এক মাসের দীর্ঘ দড়ি টানাটানির খেলা শেষ হয়েছে রাজস্থানে। কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনার পরে ফের কাজে যোগ দিতে প্রস্তুত সচিন পাইলট। এই আবহে শুক্রবারই সম্ভবত আস্থাভোট নেওয়া হবে রাজস্থান বিধানসভায়। তাতে ভোট দিতে পারবেন বহুজন সমাজ পার্টি থেকে কংগ্রেসে যোগ দেওয়া ছয় বিধায়ক। তাঁরা যাতে ভোট দিতে না পারেন, সেজন্য পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। আবেদনকারীদের দাবি ছিল, যেভাবে ছয় বিএসপি বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন তা অবৈধ। সুতরাং তাঁদের যেন আস্থাভোটে অংশ না নিতে দেওয়া হয়।
শীর্ষ আদালত বৃহস্পতিবার সেই আর্জি নাকচ করে দিয়েছে। ছয় বিধায়ক ভোট দিতে না পারলে আস্থাভোটে গরিষ্ঠতা প্রমাণ করা কঠিন হত গেহলোট সরকারের পক্ষে। আবেদনকারীরা বলেছিলেন, যেহেতু ১৪ আগাস্ট থেকে বিধানসভার অধিবেশন শুরু হতে যাচ্ছে, তাই সুপ্রিম কোর্ট অবিলম্বে ছয় বিধায়কের ব্যাপারে হস্তক্ষেপ করুক। কিন্তু শীর্ষ আদালত এদিন বলে, যেহেতু বিষয়টি হাইকোর্টের বিচারাধীন, তাই তাদের পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব নয়।