দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। রোজদিনই ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। তবে এই পরিস্থিতিতে তামিলনাড়ুর করোনা চিত্রে বড় গোলমাল দেখা দিয়েছে। হ্যাঁ, এই রাজ্যের অ্যাকটিভ করোনা আক্রান্তের তালিকা থেকে খোঁজ নেই ৩৬০০ জনের। এদের প্রত্যেকেরই এখন চিকিত্সাধীন থাকার কথা।
আগস্টের ১ থেকে ১০ তারিখের মধ্যে তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬৯৮৬ জন। এখন যদি এটাও ধরে নেওয়া হয় যে পয়লা আগস্ট পর্যন্ত তামিলনাড়ুতে কোনও অ্যাকটিভ করোনা রোগী নেই, তাহলেও গত ১০ দিনে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা অ্যাকটিভ আক্রান্তের তালিকায় থাকবেন। কিন্তু সোমবারের প্রকাশিত তালিকা অনুযায়ী, সে রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩০৯৯। অর্থাত্ আগস্টের ১ থেকে ১০ তারিখের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন এমন ৩৮৫৭ জনের নাম নেই সেখানে। এর মধ্যে তামিলনাড়ুতে গত ১০ দিনে করোনায় ১১০৬ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
আদতে না হলেও যদি ধরেই নিই এই মৃতেরা সবাই গত ১০ দিনেই আক্রান্ত হয়েছিলেন, তাহলেও করোনা আক্রান্তের তালিকা থেকে নিখোঁজ ২৭৫১ জন রোগী। অর্থাত্ পুরোপুরি সুস্থ হওয়ার আগেই এদের সুস্থর তালিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্য বিশেষজ্ঞ টি সুন্দরমন জানাচ্ছেন, ‘এই রাজ্যে প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়ার পর থেকে কখনোই অ্যাকটিভ লিস্ট শূন্যে নেমে আসেনি। তবে কী ভাবে করোনা রোগীদের ডিসচার্জ করা হবে, সেই স্ট্র্যাটেজি বদলে গিয়েছে। এর ফলে সঠিক নম্বরের খোঁজ রাখা একটু সমস্যার হয়ে দাঁড়িয়েছে।’