২০২০ সালের ভারতের স্বাধীনতা দিবস অনেক কিছুই প্রথমবার দেখতে চলেছে। এক, করোনা সংক্রমণের আশঙ্কায় ব্যাপক পরিবর্তন করা হয়েছে রাজধানীতে স্বাধীনতা দিবস কর্মসূচীতে। দুই, এই প্রথম আমেরিকার নিউ ইয়র্ক শহরে ১৫ অগস্ট উত্তোলন করা হবে ভারতের জাতীয় পতাকা।
প্রতি বছরই ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে এফআইএ ইন্ডিয়া ডে প্যারেডের আয়োজন করে থাকে। ম্যানহ্যাটনে আয়োজিত এই কুচকাওয়াজে অংশ নেন আমেরিকার প্রথম সারির রাজনৈতিক নেতা থেকে শুরু করে মন্ত্রী এবং ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। ভারত থেকেও আমন্ত্রণ জানানো হয়ে সেলেবদের। তবে এবছর কোনও প্যারেডের আয়োজন করা হয়নি করোনা প্যানডেমিকের কথা মাথায় রেখে।
টাইমস স্ক্যোয়ারে এর আগে কখনও এভাবে ভারতের স্বাধীনতা দিবস পালন করা হয়নি। নিউ ইয়র্কে কর্মরত ভারতের কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল এদিন অনুষ্ঠানের গেস্ট অফ অনার। ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস তরফে এও জানানো হয়েছে টাইমস স্ক্যোয়ারে পতাকা উত্তোলনের পাশাপাশি এম্পায়ার স্টেট বিল্ডিং রাঙিয়ে তোলা হবে গেরুয়া, সাদা ও সবুজ রঙের আলোয়।