ভুট্টাওয়ালার ঠেলাগাড়ি মাঝরাস্তায় উল্টে দিলেন প্রধানমন্ত্রী মোদীর কেন্দ্র বারাণসীর সাব ইনস্পেক্টর বরুণ কুমার শশী। এই ঘটনার ভিডিও সামনে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে, তিনি ইচ্ছাকৃত ভাবেই করলেন এই কাজটি, যাতে রাস্তার গাড়িঘোড়ার সঙ্গে ধাক্কা না লাগে, অথচ সব ভুট্টা উল্টে গিয়ে ক্ষতি হয় বিক্রেতার। নেট-দুনিয়ায় ভাইরাল হয়েছে মোদীর কেন্দ্রের পুলিশের এই অমানবিক রূপ।
যদিও এখনও স্পষ্ট হয়নি, যে ওই পুলিশকর্মী ঠিক কী কারণে এমন কাণ্ড ঘটালেন। তবে একটি সূত্রের খবর, বিকেল পাঁচটা থেকে লকডাউন শুরু হওয়ার পরেও বিক্রেতা তাঁর ব্যবসা চালাচ্ছিলেন। সে কারণেই শাস্তি স্বরূপ ওই পুলিশ এমনটা ঘটিয়েছেন কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সোমবারের এই ঘটনার ভিডিও কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এর পরে ওই ক্লিপ-সহকারে বারাণসী পুলিশ একটি ভিডিও বার্তার মাধ্যমে সর্বসমক্ষে ওই বিক্রেতার কাছে ক্ষমাও চায় তাদের কর্মীর দুর্ব্যবহারের জন্য। ভুট্টাবিক্রেতার যা ক্ষতি হয়েছে, তা আর্থিক ভাবে পূরণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
বারাণসী পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, সাব ইনস্পেক্টর বরুণ কুমার শশী একজন ভুট্টা বিক্রেতার ঠেলাগাড়ি উল্টে দিয়েছেন বারাণসীর শিবপুর এলাকায়। ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। বিক্রেতাকে আর্থিক ভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।’
গত মাসের শেষের দিকেই মধ্যপ্রদেশের ইন্দোরে পরেশ নামে এক কিশোর ছেলের ডিমের গাড়ি উল্টে দেওয়ার ভিডিওটি দেখে নিন্দার ঝড় উঠেছিল নেটিজেনদের মধ্যে। পরিবারের অভাবের তাড়নায় ঠেলাগাড়িতে করে ডিম বিক্রি করতে শুরু করেছিল সে। কিন্তু পুলিশকে ১০০ টাকা ঘুষ দিতে না পারার কারণে তার সমস্ত ডিম রাস্তায় ফেলে ভেঙে দিয়েছিলেন দুই সিভিক পুলিশ।