কাউন্সেলিংয়ের জন্য চাকরিপ্রার্থীদের আর স্কুল সার্ভিস কমিশনের সদর দফতরে পর্যন্ত আসতে হবে না। বাড়িতে বসেই পছন্দমত স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ১৪ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। এখনও পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া আদালতের বিচারাধীন।
এই পরিস্থিতিতে কমিশনের সদর দফতরে বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীদের নিয়ে এসে কাউন্সেলিং করানো যে সম্ভব নয় তা একপ্রকার নিশ্চিত হয়েছে এসএসসির আধিকারিকরা। আর তাই দীর্ঘদিন ধরে কাউন্সেলিংয়ের যে নিয়ম ছিল সেই নিয়মকে বদল করে পুরো কাউন্সেলিং প্রক্রিয়াকেই অনলাইন করতে চায় এসএসসি।
কমিশন সূত্রে খবর, হাইকোর্ট উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ তুলে দিলে অনলাইনে অর্থাৎ বাড়িতে বসেই পছন্দসই স্কুল বাছাইয়ের সুযোগ যাতে পান চাকরিপ্রার্থীরা সেরকম এই সিদ্ধান্ত নেবে কমিশন।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আদালতের বিচারাধীন। তবে স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন রাখা হয়েছে, যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা নিয়ে একটি স্পেশাল কোর্ট বসানো হয়। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে।