দেশের সাধারণ জনগণকে করোনা মোকাবিলায় এককালে ভাবীজি পাঁপড় খাওয়ার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল। এদিকে, সেই মন্ত্রীই এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বৌদির সেই পাঁপড়ের কথা ভুলে গেলে চলবে কেন? তাই করোনা আক্রান্ত সেই মন্ত্রীকে এবার ডাকযোগে ‘ভাবীজি পাঁপড়’ পাঠালেন কংগ্রেসের এক পদাধিকারী। সঙ্গে স্লোগান লিখলেন, “কিল কিংবা চড়ে নয়, করোনা পালাবে পাঁপড়ে।”
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে অর্জুন মেঘওয়াল দিল্লীর এইমস হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর পুরনো সেই পাঁপড় মন্তব্য ঘিরে ধরেছে তাঁকেই। এদিন বিকানিরের কংগ্রেস সাংসদ মেঘাওয়ালকে উদ্দেশ্য করে কংগ্রেস নেতা অনিল শর্মা বলেন, “মন্ত্রী মশাইকে বৌদির পাঁপড় খাইয়ে এই সময় রিচার্জ করা উচিত। দেখা উচিত, তিনি পাঁপড় খেয়ে ঠিক হচ্ছেন কিনা। যদি উনি পাঁপড় খেয়ে ঠিক হয়ে যান তাহলে তো কথাই নেই, সবাইকে পাঁপড় খাইয়ে সুস্থ করা হবে। পাশাপাশি মন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে উদ্দেশ্য করে ডাকযোগে তাঁর অফিসে ‘ভাবীজি পাঁপড়’ও পাঠায় কংগ্রেস। বলার অপেক্ষা রাখে না এই ঘটনারকে কেন্দ্র করে রীতিমতো হাস্যকৌতুক শুরু করেছে কংগ্রেস দল।
প্রসঙ্গত, গত শনিবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আনেন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। টুইটে তিনি লেখেন, “শরীরে করোনার প্রাথমিক লক্ষণ ধরা পড়ার পর আমি টেস্ট করাই। প্রথম টেস্ট নেগেটিভ এলেও আজ দ্বিতীয় টেস্টে কোভিড পজিটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল, তবুও চিকিৎসকের পরামর্শে এইমস হাসপাতালে ভর্তি হয়েছি আমি। আমার অনুরোধ গত কয়েক দিনে যে সমস্ত ব্যক্তি আমার সংস্পর্শে এসেছেন, তাঁরাও যেন নিজেদের করোনা টেস্ট করান এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন।”