করোনা পরিস্থিতিতে গোটা দেশেই স্নাতকের ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের কিছুটা আর্থিক ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক কলেজ। কিন্তু এ ব্যাপারে অনন্য নজির সৃষ্টি করল নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। স্নাতকের যে কোনও বিষয়ে মাত্র ১ টাকা দিয়েই ভর্তি হওয়া যাবে এই কলেজে। আর কলেজের ফর্মের দামও এ বছর মাত্র ৬০ টাকা রাখা হয়েছে।
কলেজের ওয়েবসাইটে বিএ, বিএসসি, বিকম অনার্স ও জেনারেলের কোর্সে বিভিন্ন বিষয়ে ভর্তি হতে গত বছর কত টাকা লেগেছিল সেই হিসেব দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে এ বছর এই বিষয়গুলি নিয়ে পড়ার জন্য ভর্তি হতে মাত্র ১ টাকা লাগবে।
কলেজের পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন অধ্যক্ষ সঞ্জীব সাহা। যে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সবাই। খুশি কলেজের বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গে প্রাক্তনীরাও। প্রাক্তনীদের মধ্যে রয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর বলেন, ‘এই কলেজের ছাত্র হিসেবে গর্ব অনুভব করছি। আশা করি অন্য কলেজগুলিও ছাত্রছাত্রীদের কথা ভেবে এ ধরনের সিদ্ধান্ত নেবে।’
কলেজের পরিচালন সমিতির সভাপতি অমল চক্রবর্তী বলেন, ‘অতিমারীর কারণে অনেক মানুষই আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অনেকের চাকরি চলে গেছে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কিছু আর্থিক ছাড় দেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করতে বসেই ভর্তির ফি মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক হয় ভর্তির ফর্মের মূল্য ৬০ টাকা করা হবে এবং ভর্তির জন্য মাত্র ১ টাকা লাগবে।’