দেশজুড়ে চলতে থাকা লকডাউনের মধ্যেই এবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল থেকে ৮৮ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে৷ কারণ এবার বিএসএনএল-র বেসরকারিকরণ করবে কেন্দ্রীয় সরকার৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কর্ণাটকের বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের এই মন্তব্যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে৷
কর্নাটকের কুমতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএসএনএল কর্মীদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে অনন্তকুমার হেগড়ে বলেন, “বিএসএনএল-র ৮৮ হাজারের বেশি কর্মী বিশ্বাসঘাতক ও দেশবিরোধী৷ সংস্থাটিকে ভাল সংস্থা হিসেবে গড়ে তোলার জন্য এঁরা কোনও কাজ করে না৷ তাই ৮৮ হাজারের বেশি কর্মীকে ছাঁটাই করা হবে৷ বিএসএনএল-কে এবার বেসরকারি করবে কেন্দ্র৷”
সেই ভিডিও-তে দেখা যাচ্ছে হেগড়ে বলছেন, “বিএসএনএল-কে বাঁচাতে হলে একটাই রাস্তা বেসরকারিকরণ৷ যেটা আমাদের সরকার করবে৷” বিজেপি সাংসদের এই মন্তব্যের পরে তীব্র নিন্দায় সরব হয়েছে কংগ্রেস৷ কংগ্রেসের বক্তব্য, অনন্তকুমার হেগড়ে তো একটার কথা বলেছেন৷ এই সরকার এতটাই ব্যর্থ যে, একে একে দেশের সমস্ত ক্ষেত্রই বেসরকারি হাতে তুলে দেবে৷ প্রসঙ্গত, এর আগেও বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন।