অবশেষে ১ বছরেরও বেশি সময় পর বাইশ গজে ফিরতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আগামী মাস থেকেই শুরু হতে চলেছে আইপিএল। আর তার প্রস্তুতিতেই এবার নেটে ফিরতে চলেছেন ক্যাপ্টেন কুল। আগামী রবিবার, অর্থাৎ ১৬ আগস্ট থেকে ক্যাম্প শুরু করছে সিএসকে। চার দিন ধরে সেই ক্যাম্প চলবে। তার পরেই সিএসকের গোটা দল সংযুক্ত আরব আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবে।
সিএসকে দলের বক্তব্য, মরুশহরে যাওয়ার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্যই এই ক্যাম্পের আয়োজন করছে তিন বারের আইপিএল চ্যাম্পিয়নরা। আর তার সুবাদেই আবার ক্রিকেটে ফিরতে চলেছেন ধোনি। সেই ফেব্রুয়ারি-মার্চে সিএসকে-র নেটে শেষ বার দেখা গিয়েছিল ‘ক্যাপ্টেন কুল’কে। তারপরেই দেশ জুড়ে লকডাউন। সেই কারণে চেন্নাই ছেড়ে ধোনি চলে আসেন রাঁচীর ফার্মহাউজে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে মাঝে মধ্যে দেখা গেলেও ক্রিকেট খেলতে আর দেখা যায়নি। তাঁর ঘনিষ্ঠ মহল বলছে, লকডাউনে ফিটনেস সাধনা করেছেন ধোনি। কিন্তু সেই ছবি সামনে আনেননি।
সিএসকে-র ক্যাম্প শুরু হলে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যে থাকবেন তিনি, তা বলাই বাহুল্য। ১৫ আগস্ট ধোনির চেন্নাই যাওয়ার কথা। আর ১৬ আগস্ট থেকেই তিনি নেমে পড়বেন নেট প্র্যাকটিসে। সিএসকে-র চিফ একজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘ক্যাম্প করার জন্য তামিলনাড়ু সরকারের কাছে আমরা আবেদন করেছি। মৌখিক ভাবে আমাদের সম্মতিও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত লিখিত সম্মতি আমাদের হাতে এসে পৌঁছয়নি। তা পেলেই ভারতীয় প্লেয়ারদের নিয়ে আমরা ক্যাম্প শুরু করে দেব।’’