বেফাঁস মন্তব্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের জুড়ি মেলা ভার। কখনও তিনি গরুর দুধে সোনা খুঁজে পান। কখনও সহজ পাঠ ঈশ্বরচন্দ্র লিখেছেন এসব বলেন, কখনও কিশোর কুমারের জন্মদিনে মান্না দে’র গাওয়া গানে শুভেচ্ছা জানান। এবার দিলীপ ঘোষকে অবিলম্বে মাথার ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
করোনা নিয়ে আতঙ্কে যখন কাঁটা প্রত্যেকে। সেই সময়ে দাঁড়িয়ে ইকো পার্ক থেকে দিলীপ ঘোষ বলেছিলেন, “ভারতের ঐতিহ্য, গর্ব রাম মন্দির। তাই দেশে হাসপাতালের সংস্কৃতির তুলনায় মন্দিরের সংস্কৃতি অনেক বেশি প্রয়োজনীয়। অযোধ্যার কোনও মানুষ তো রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে একবারও প্রশ্ন করেননি। বরং গত পাঁচ শতাব্দী ধরে রাম মন্দিরের জন্য বহু মানুষ তাঁদের প্রাণ বলি দিয়েছেন।” এহেন মন্তব্যের প্রেক্ষিতে জ্যোতিপ্রিয় ওই কথা বলেছেন।
রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় একটি সভায় যোগ দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে দিলীপ ঘোষ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, “ওকে নিয়ে আর কী বলব? উনি তো মস্তানের মতো আচরণ শুরু করেছেন। দলের লোকেদের উচিত ওনাকে দিল্লিতে নিয়ে গিয়ে মাথার চিকিৎসা করানো।” এরপর আত্মবিশ্বাসী কন্ঠে তৃণমূল নেতা বলেন, “আসন্ন নির্বাচনেই মানুষ বিজেপির সমস্ত অন্যায়ের জবাব দেবে।”