রোনাল্ডোর জোড়া গোলের পরেও চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতাই সঙ্গী হল জুভেন্তাসের। ১৯৯৬ সালে শেষ বার চ্যাম্পিয়ন হয়েছিল ইতালির এই ক্লাবটি। তারপরেও ৫ বার ফাইনালে উঠেও খেতাব অধরা থেকে গিয়েছে। আর এবার বিদায় হল শেষ ষোলো থেকে। আর ম্যাচ হারের কয়েক ঘণ্টার মধ্যেই বরখাস্ত হলেন দলের ম্যানেজার মৌরিসিয়ো সারি। আর ভারতীয় সময় রাতের দিকেই সারির উত্তরসূরির নাম ঘোষণা করে দিল জুভেন্তাস। তিনি- ইতালি ফুটবলের মহাতারকা আন্দ্রেয়া পিরলো।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বে ফ্রান্সে গিয়ে লিয়ঁর কাছে ০-১ হেরেছিল সেরি আ চ্যাম্পিয়ন জুভেন্তাস। শুক্রবার ঘরের মাঠে তাই শুরু থেকেই জয়ের জন্য মরিয়া ছিলেন রোনাল্ডোরা। কিন্তু ১২ মিনিটে পেনাল্টি থেকে ১-০ করেন লিয়ঁর অধিনায়ক মেম্ফিস দেপাই। এই গোলটাই জুভেন্তাসের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের যাবতীয় আশা শেষ করে দেয়। তাই রোনাল্ডোরা জিতলেও অ্যাওয়ে ম্যাচে গোল করে শেষ আটে পৌঁছে যায় লিয়ঁ।
এই ম্যাচে লিয়ঁ-র বিরুদ্ধে হ্যাটট্রিকও করতে পারতেন রোনাল্ডো। একবার তাঁর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু এদিনেও ব্যর্থতার যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়লেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। ম্যাচের চব্বিশ ঘণ্টা পরে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দেন রোনাল্ডো। তিনি লেখেন, ‘‘আমাদের যা প্রত্যাশা ছিল, তার আগেই ২০১৯-২০ মরসুম শেষ হল। এখন আমাদের উত্থান-পতন বিশ্লেষণের সময়। কারণ, আত্মসমালোচনার মাধ্যমেই উন্নতি সম্ভব।’’