কেউ কেউ বলেন তিনিই বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার। আবার কেউ কেউ বলেন স্বয়ং ফুটবল ঈশ্বর। তিনি লিওনেল মেসি। ভক্তদের কাছে আবার তিনিই ঈশ্বরের বরপুত্র। কিন্তু তাঁর নামের পাশে কেন এত বিশেষণ? এটাই গতকাল রাতে আরও একবার প্রমাণ করে ছাড়লেন বার্সার রাজপুত্র। বুঝিয়ে দিলেন, মেসি এখনও শেষ হয়ে যায়নি। আর তাঁর পায়ের জাদুতেই এখনও অবধি চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকল বার্সেলোনা। অন্যদিকে, শেষ ষোলোর লড়াইয়ে চেলসিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখও।
নাপোলিতে প্রথম পর্বের ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এদিন গোলশূন্য ড্র করলেও চলত বার্সার। কিন্তু সম্প্রতি মেসিদের ফর্ম একেবারেই ভাল যাচ্ছিল না। লকডাউনের পর মাঠে ফিরে মেসিকেও জৌলুসহীন লাগছিল। অন্যদিকে নাপোলি বেশ ভালই খেলছিল। তাছাড়া আগের রাতেই জুভেন্তাস এবং রিয়াল মাদ্রিদের মতো দুই মহাশক্তি বিদায় নিয়েছে। স্বাভাবিকভাবেই বার্সেলোনা সমর্থকরা নিশ্চিন্ত ছিলেন না। কিন্তু ঘরের মাঠে এদিন শুরুতেই সমর্থকদের চিন্তা দূর করে দেয় বার্সা। মাত্র দশ মিনিটেই বার্সার হয়ে প্রথম গোলটি করেন লেঙ্গেলেট।
এর ঠিক ১৩ মিনিট পরই মেসির পায়ের জাদুর সাক্ষী থাকল ফুটবল বিশ্ব। ৪ জন ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গোল করেন তিনি। কিছুক্ষণ পরে আবারও দুর্দান্ত ভঙ্গিমায় জালে বল জড়ান মেসি। তবে সেটি হ্যান্ডবলের জন্য বাতিল হয়ে যায়। এর কিছুক্ষণ পরই মেসির কেরামতিতে পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে গোল করেন সুয়ারেজ। প্রথমার্ধের শেষের দিকে নাপোলি একটা গোল শোধ করেছিল বটে। তবে ততক্ষণে মেসিদের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। শেষ অবধি ৩-১ গোলে (দুই পর্ব মিলিয়ে ৪-২) জিতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন তাঁরা।