লাগাতার টানা বর্ষন চলছে কেরালায়। যার জেরে নামল ভয়াবহ ভূমিধস। এর ফলে বহু চা শ্রমিক আটকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখনও অবধি পাওয়া খবরে মৃত ৪ জন, কমপক্ষে ৮০ জনের আটকে থাকার সম্ভাবনা।
ভূমিধসের ঘটনাটি ঘটেছে কেরালার মুন্নারে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সাত সকালে ইদুক্কি জেলায় এই ঘটনাটি ঘটেছে। ভূমিধসের কারণে বিছিন্ন হয়ে পড়েছে ওই এলাকা।
সূত্রের খবর, ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছে একটি উদ্ধারকারী দল। অতিবৃষ্টিতে মাটি ধসের কারণে বহু রাস্তা বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিক, হরপা বানে জল জমে রয়েছে অনেক জায়গাতেই। ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে বলে মন্তব্য করেছেন পুনর্নিমাণ মন্ত্রী ই চন্দ্রশেকরণ।