দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরিয়ে যেতেই ফের একবার নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে টুইটারে রাহুল লিখেছেন, ‘দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পার, গায়েব মোদী সরকার৷’
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৬২ হাজার নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে৷ একদিনে সংক্রমিতের নিরিখে যা নতুন রেকর্ড৷ যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরিয়ে গিয়েছে৷ মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে৷
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছোঁয়ার পর গত ১৭ জুলাই একটি টুইট করেছিলেন রাহুল গান্ধী৷ সেদিন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, সংক্রমণের গতি কমানো না গেলে ১০ আগস্টের মধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ পেরিয়ে যাবে৷ এ দিন নিজের সেই পোস্টটিও রিটুইট করেছেন রাহুল গান্ধী৷
করোনা সংক্রমণ এবং ভারত-চীন সংঘাত নিয়ে লাগাতার নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধী৷ রাহুলের অভিযোগ, চীনারা ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে৷ গতকালই এই নিয়ে বিবৃতি দেয় প্রতিরক্ষা মন্ত্রক। জানায়, চীনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। তারপরেই এই অনুপ্রবেশ সংক্রান্ত নথি সরকারি ওয়েবসাইট থেকে উধাও হয়ে যায়। রাহুল তোপ দেগে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, কোনও চীনা সেনা ভারতে প্রবেশ করেনি। আবার প্রতিরক্ষা মন্ত্রক বলছে ঢুকেছে। কে ঠিক? রামমন্দিরের শিলান্যাস নিয়েও নাম না করে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী৷