সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং বিহার পুলিশের কাছে অভিযোগ করার পর থেকেই মূল অভিযুক্তের তালিকাতে প্রথম নামটি ছিল তাঁর। সুশান্তের মৃত্যু নিয়ে তাঁর বিরুদ্ধে ১৬ দফা বিস্ফোরক অভিযোগ এনেছেন অভিনেতার বাবা। আর তার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। এরই মধ্যে সুশান্তের মৃত্যুর রহস্যের তদন্তভারও সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। অবশেষে সামনে এলেন রিয়া চক্রবর্তী। এবার ইডির তলব মিলতে হাজিরা দিলেন অভিনেত্রী। যদিও ইডি ডেকে পাঠানোয় প্রথমটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন রিয়া। কিন্তু সে আবেদন গ্রাহ্য না হওয়ায় আজই ইডির দফতরে হাজির হন অভিনেত্রী। সুশান্ত কাণ্ডে আর্থিক তছরুপের মামলায় অন্যতম অভিযুক্ত তিনি।
ইডি অবশ্য প্রথম থেকেই শুক্রবার রিয়াকে হাজির হওয়ার জন্য বলেছিল। প্রথমে শোনা গিয়েছিল রিয়া সেখানে আজ উপস্থিত থাকবেন না। রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে মুম্বইয়ে সংবাদমাধ্যমে জানান, ‘বৃহস্পতিবার রাতে একটি মেলের মাধ্যমে রিয়া চক্রবর্তী ইডি-কে অনুরোধ জানান, সুশান্তের সম্পত্তির অভিযোগকে ঘিরে তছরুপের অভিযোগে ইডির কাছে তাঁর বয়ান রেকর্ড যেন কিছু সময়ের জন্য পিছিয়ে দেওয়া হয়। বিশেষ করে সুপ্রিম কোর্ট যত ক্ষণ না পর্যন্ত রিয়ার আবেদন শুনছে, তত ক্ষণ পর্যন্ত ইডির কাছে বয়ান রেকর্ড স্থগিত রাখার জন্য আবেদন করেছেন রিয়া।’
তবে রিয়ার এই খারিজ করে দেওয়া হয়। ফলে প্রকাশ্যে আসতে বাধ্য হলেন রিয়া। জানানো হয়েছিল ইডির ডাকে যদি রিয়া উপস্থিত না হন, তবে জারি করা হবে গ্রেফতারি পরোয়ানা। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি মুম্বইয়ের ইডির অফিসে শুক্রবার সকাল সকাল উপস্থিত হন অভিনেত্রী। উল্লেখ্য, টাকা তছরুপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ১৪ লাখ যাঁর উপার্জন, তিনি কীভাবে কোটি টাকার মালিক হতে পারেন, উঠছে প্রশ্ন। এছাড়াও একাধিকবার সুশান্তের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও। ভ্রমণ থেকে শুরু করে হাত খরচ, ফ্যাশন, এক কথায় সবই তিনি করেছেন সুশান্তের কার্ডে। এ নিয়ে বিস্তারিত তথ্য জানার জন্যই রিয়াকে তলব করে ইডি। শুধু রিয়া নয়। এবার সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিটানিকেও ইডির দফতরে হাজির দিতে হবে বলে জানানো হয়েছে।