ভারত-চীনের মধ্যে তৈরি হওয়া সাম্প্রতিক অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে এবার আইপিএল স্পনসরের জায়গা থেকে যে ভিভো নাম তুলে নিয়েছে, সেটা দু’দিন আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। আর গতকাল সন্ধেবেলা বোর্ডের তরফ থেকে মেল করে সেটা সরকারিভাবে জানিয়েও দেওয়া হয়েছে। এদিকে, ভিভোর পরিবর্তে আইপিএলের প্রধান স্পনসর হিসাবে ইতিমধ্যেই একাধিক নাম ভেসে উঠছে।
সেই তালিকায় জিও যেমন রয়েছে, তেমনই রয়েছে ভারতীয় টিমের স্পনসর বাইজুসও। আর এবার অ্যামাজন, কোকা-কোলার নামও শোনা গেল। স্পনসরের দৌড়ে রয়েছে আদানি গ্রুপও। মুম্বইয়ে খবর নিয়ে যা জানা গেল, তাতে আগামী সপ্তাহে বিড হতে পারে। বোর্ডের সঙ্গে যুক্ত এক কর্তা জানিয়েছেন, “সবকিছু নিয়ম নেমেই হবে। যাতে স্বচ্ছতা নিয়ে কেউ কোনও প্রশ্ন না তুলতে পারে।”
অনেকেই প্রশ্ন তুলছিলেন, যেহেতু মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে, তাই জিও স্পনসর হলে সেটা স্বার্থের সংঘাত হতে পারে। তবে সূত্রের খবর, সেরকম কিছু হবে না। এক্ষেত্রে কোনওরকম স্বার্থ সংঘাত ইস্যু আসবে না। সেটা হলে বাইজুসও একইরকম সমস্যায় পড়ত। কারণ, বাইজুস এবার কেকেআরের প্রধান স্পনসর। বোর্ডের সঙ্গে যুক্ত একজন বলছিলেন, স্বার্থ সংঘাত ইস্যু হবে না। জিও, বাইজুসের সঙ্গে কোকা-কোলার নাম আগেই শোনা যাচ্ছিল। লিস্টে নতুন সংযোজন আমাজন আর আদানি গ্রুপ। এখন দেখার, আগামী আইপিএলে প্রধান স্পনসর হিসাবে শেষ অবধি কে আসে।