লাখাদের পর এবার অরুণাচল সেক্টরে সন্দেহজনকভাবে সেনা বাড়াচ্ছে চীন। পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল অসমের তেজপুর সফরে এসেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মুকুন্দ নারাভানে।
লাদাখ সীমান্তের পুনরাবৃত্তি যেন এই সীমান্তে না হয় তা খতিয়ে দেখতেই আসামে পৌঁছেছেন সেনাবাহিনী প্রধান। সেখানের পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাবহিনীর তবে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তদারকি জানিয়েছেন তিনি। লাদাখ সীমান্তের সংঘর্ষের পুনরাবৃত্তি হওয়া আটকাতে বদ্ধপরিকর ভারতীয় সেনাবাহিনীর প্রধান নারাভানে।
লাদাখ সীমান্তে যে সংঘর্ষ ঘটে গিয়েছে তার জেরে চীনের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এমনকি সীমান্তে শান্তি আনার জন্য দুই রাষ্ট্রের মধ্যে একাধিকবার বৈঠক সম্পন্ন হয়েছে। যদিও প্রত্যক্ষভাবে বিষয়ের সুরাহা এখনও পর্যন্ত হয়নি।