দিল্লীতে বিগত কয়েক সপ্তাহ ধরে ক্রমশ করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সেই নিয়ে রীতিমত চিন্তিত সেখানকার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর এরমধ্যে হঠাৎই তাঁর আবাসনেরই ছাদ ভেঙে পড়ল৷ তবে সেখানে না থাকায় বরাতজোরে বাঁচলেন অরবিন্দ কেজরিওয়াল৷ রাজধানীর সিভিল লাইন্সে প্রায় ৮০ বছরের পুরনো মুখ্যমন্ত্রীর আবাসনের ছাদের একাংশই গতকাল ভেঙে পড়েছে৷
যে অংশের ছাদ ভেঙে পড়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর চেম্বার ছিল৷ গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈঠক ওই চেম্বারেই করতেন কেজরিওয়াল। সৌভাগ্যক্রমে তখন সেখানে কেউ ছিলেন না৷ এই দুর্ঘটনার পরই দিল্লী সরকারের পূর্ত দফতরের তরফ থেকে আবাসনের বাকি অংশের ছাদের অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দিল্লীতে কয়েকদিনের টানা বৃষ্টিতেই প্রায় ৮০ বছরের পুরনো এই আবাসনের ছাদ ভেঙে পড়েছে৷
তবে মুখ্যমন্ত্রী নিজে যে বাংলোটিতে থাকেন সেটির নিয়মিত মেরামতি চলতেই থাকে৷ কিন্তু আবাসনটি বহু পুরনো হওয়াতেই ছাদ ভেঙে পড়ার দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷ কয়েকদিন আগেই ছাদের মেরামতি হয়েছিল বলেই খবর৷ তা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটায় এর তদন্ত করার পাশাপাশি দ্রুত মেরামতি কাজও শুরু করেছে দিল্লীর পূর্ত দফতর৷ যাতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে বলে খবর।