আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে রাজ্যে। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের মাত্র ১৮ শতাংশ বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য এক জায়গায় আনার জন্য এবার ‘কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু করেছে রাজ্য সরকার।
রাজীব সিনহা বলেন, রাজ্যের সরকারি ও বেসরকারি কোভিড হাসপাতালগুলিতে যাঁরা ভর্তি রয়েছেন, তাঁদের তথ্য জানা যাবে এই কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে।
এই কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যভবনের সঙ্গে রাজ্যের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল যুক্ত থাকবে। হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য এই সিস্টেমে দেখা যাবে। কোন রোগী কেমন আছেন, সেই তথ্য এই সিস্টেমে আপলোড করবেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা। স্বাস্থ্যভবনের আধিকারিকরা সেই তথ্য দেখতে পাবেন।
সূত্রের খবর, শিগগির এই কোভিড পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যাতে সংশ্লিষ্ট রোগীর পরিবারের লোকেরাও দেখতে পারেন সেই পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তাহলে অন্তত সেই রোগীর শরীর নিয়ে অযথা উৎকণ্ঠা কমবে তাঁদের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।