করোনা আবহে রামমন্দিরের ভূমিপুজো নিয়ে এত মাতামাতি নিয়ে সরব হয়েছেন অনেকেই। এবার সেই একই কথা বললেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তিনি জানালেন এইসময় ভ্যাকসিন দরকার, মন্দির নয়।
৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজো প্রসঙ্গে দেব জানান, ‘এই অতিমারীর সময়ে রাম মন্দির নিয়ে আড়ম্বরের যৌক্তিকতা কী? যে কোনও বাচ্চাকে যদি প্রশ্ন করা হয়, তোমার এখন কী চাই? করোনার ভ্যাকসিন না রামমন্দির, সেও বলে দেবে কোনটা প্রয়োজন।’ এই সময়ে দাঁড়িয়ে মন্দির নয় ভ্যাকসিন দরকার। একটা বাচ্চা ছেলেকে প্রশ্ন করলে সেও তাই বলবে।’
দক্ষিণবঙ্গে বর্ষার ভ্রুকুটি দেখা দিতেই নিজের সংসদীয় এলাকায় বন্যা পরিস্থিতির জন্য গত বৃহস্পতিবার ছুটে গিয়েছেন দেব। জেলাশাসকের সঙ্গে বৈঠক করে, তারপর মেদিনীপুরে দলের কোর কমিটির বৈঠকে উপস্থিত থেকে ঘাটাল এলাকায় বন্যা পরিস্থিতি কথা মাথায় রেখে আলোচনা করেন সাংসদ।
কিন্তু ঘাটালবাসীর বহু প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ নিয়ে এদিন সাংসদের মুখে ক্ষোভ দেখা দিল। লোকসভায় সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি এই প্রকল্প নিয়ে অনেক লড়াই করেছেন কিন্তু বর্তমানের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে বাঁধা সৃষ্টি করছে বলে অভিযোগ দেবের। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ‘আমরা যদি কেন্দ্রে থাকতাম তাহলে এতদিনে ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ হয়ে যেত। একটা প্রকল্প যেটা নিয়ে লোকসভায় লড়ে গিয়েছি, বারবার আশ্বাস এসেছে হয়ে যাবে, এমনকি প্রকল্পটি পাশ হয়ে গিয়েছে কিন্তু কেন্দ্র অর্থই বরাদ্দ করছে না। এটা কি রাজনীতি করার সময়? যে দল গরীব মানুষের প্রয়োজনে পাশে থাকবে তারাই ভোট জিতবে।’