বজ্রপাতে প্রাণহানির ঘটনা এড়াতে নতুন প্রযুক্তি কাজে লাগাচ্ছে মমতা সরকার। রাজ্যের প্রতিটি জেলায় বসানো হচ্ছে সেন্সর ডিভাইস। বজ্রপাতের কমপক্ষে এক ঘণ্টা আগে রাজ্যের সর্বত্র সতর্কবার্তা পৌঁছে দেওয়াই হবে এই প্রযুক্তির কাজ, জানাল নবান্ন।
প্রসঙ্গত, দেড় বছর আগে এক মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের আটটি জায়গায় লাইটনিং সেন্সর ডিভাইস বসানো হয়েছিল। কিন্তু সেগুলি থেকে আগাম সতর্কবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য খুব কম সময় পাওয়া যাচ্ছিল বলে নবান্ন সূত্রে খবর। তাই এবার আরও আধুনিক সেন্সর ডিভাইস বসানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রক্রিয়াই শুরু দ্রুত শুরু হচ্ছে।
আগামী এক বছরের মধ্যে এমন প্রযুক্তির ব্যবহার শুরু করতে চাইছে নবান্ন, যাতে বজ্রপাতের এক ঘণ্টা আগে মানুষের কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায়। সূত্রের খবর, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতরকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে ইতিমধ্যেই খড়্গপুর আইআইটির সঙ্গে আলোচনা করছে নবান্ন।
বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান জানান, বজ্রপাত নিয়ে আগাম সতর্কবার্তা জারি করে প্রাণহানির সংখ্যা কমানোর লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগের অংশ হিসেবে রাজ্যের প্রতিটি জেলায় লাইটনিং সেন্সর ডিভাইস বসানো হবে। এক একটি ডিভাইস ২৫ থেকে ৪০ কিলোমিটার এলাকার জন্য আগাম সতর্কবার্তা জারি করতে পারবে। কমপক্ষে এক ঘণ্টা আগে জারি হবে সেই বার্তা। তাতে মাঠেঘাটে কাজ করা শ্রমিক ও কৃষকরা সাবধান হতে পারবেন, চলে যেতে পারবেন নিরাপদ আশ্রয়ে। জাভেদ আহমেদ খানের দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই বিষয় নিয়ে একটি জরুরি বৈঠক হবে। তাতে উপস্থিত থাকবেন কৃষি দফতরের আধিকারিকরাও।