করোনা পরীক্ষার নামে প্রতারণা চক্র চালাচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। না বুঝেই তাঁদের ফাঁদে পা দিচ্ছেন সাধারণ মানুষ। নবান্ন থেকে এবিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে সতর্ক করে বললেন, ‘কোনওভাবেই বৈধ কাগজপত্র ছাড়া কোনও এজেন্টের কথায় বিশ্বাস করবেন না।’
বৃহস্পতিবার নবান্ন থেকে করোনা পরিস্থিতি নিয়ে একাধিক তথ্য দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান রাজ্যের বর্তমান অবস্থা। এরপরই করোনা পরীক্ষার নামে প্রতারণা করছে যে চক্রগুলি তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈধ কাগজ পত্র ছাড়া কেউ যদি নিজেকে কোনও ল্যবরেটরি অথবা হাসপাতালের এজেন্ট বলে দাবি করে নমুনা সংগ্রহের চেষ্টা করেন বা টাকার চান, সেক্ষেত্রে সর্তকভাবে সকলকে পদক্ষেপ নিতে বলেন তিনি। ‘স্রেফ আতঙ্কের কারণে কোনওভাবেই কেউ প্রতারণা চক্রে পা দেবেন না’, এদিন বারবার রাজ্যবাসীর উদ্দেশ্যে একথাই বললেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার পরামর্শও দেন তিনি।
এদিনই টেলি-মেডিসিন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ওই বিভাগে বর্তমানে সাংবাদিকতা ও জনজ্ঞাপন ও সাইকোলজি বিভাগের পড়ুয়ারা কাজ করছেন। টোল ফ্রি নম্বরে ফোন করা হলে প্রথমে তাঁরাই রোগীর বা তাঁদের পরিবারের সঙ্গে কথা বলছেন। এরপর পরিস্থিতি বুঝে ডাক্তারদের জানাচ্ছেন। পাশাপাশি, পরবর্তীতে ইচ্ছুক আরও পড়ুয়াদের একাজে নিযুক্ত করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, পরিস্থিতি বুঝে বর্তমানে শহর ও শহরতলিতে করোনা পরীক্ষার নামে প্রতারণা চক্র চালাচ্ছে বেশ কিছু মানুষ। যারা মানুষের অসহায়তাকে কাজে লাগিয়ে পরিচয় ভাঁড়িয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। কখনও আবার ভুয়ো রিপোর্টও পৌঁছে দিচ্ছে বাড়িতে। ইতিমধ্যেই এহেন চক্রে জড়িত সন্দেহে কলকাতা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন সকলকে সাবধান করলেন মুখ্যমন্ত্রী।