ফের আত্মহত্যা বলিউডে। বিখ্যাত অভিনেতা সমীর শর্মা আত্মহত্যা করলেন। আজ তাঁর মালাডের বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। অভিনেতা সমীর শর্মা- র বাড়ি থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধারের সময়ই তারা দেখেছে যে সমীরের দেহে পচন ধরে গিয়েছিল। প্রাথমিক ভাবে তাদের অনুমান, অন্তত ২ থেকে ৩ দিন আগে অভিনেতার মৃত্যু হয়েছে। সমীর আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তল্লাশি চলছে অভিনেতার ফ্ল্যাটে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমীরের প্রতিবেশীদেরও। অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। জানা গিয়েছে, সমীরের বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর।
টেলিভিশনের জনপ্রিয় এবং পরিচিত মুখ ছিলেন সমীর। কাহানি ঘর ঘর কি, কিউ কি সাস ভি কভি বহু থি, ইয়ে রিশতে হ্যায় প্যার কে, লেফট রাইট লেফট-সহ একাধিক হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বড় পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। অনুরাগ কাশ্যপের ছবি হাসি তো ফাসি-তে অভিনয় করেছিলেন সমীর। তরুণ এবং জনপ্রিয় অভিনেতার আচমকা এ হেন মর্মান্তিক পরিণতির খবরে শোকের ছায়া হিন্দি টেলিভিশন জগতে।