তীব্র দাবদাহের পর অবশেষে মিলেছে স্বস্তি। গত ২ দিন ধরে ভিজছে বাংলা। আজকেও সকাল থেকেই আকাশের মুখ ভার, দফায় দফায় চলছে বৃষ্টি। তবে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
আলিপুর জানিয়েছে, আজ মূলত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা আর গাঙ্গেয় উপকূলে বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলায় বৃষ্টি হবে। প্রভাব থাকবে অন্যান্য জেলাতেও। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এইসব জেলাতেও আজ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তা ক্রমশ পশ্চিমে অগ্রসর হচ্ছে। ফলে আপাতত উড়িষ্যা উপকূলের কাছে রয়েছে এই নিম্নচাপ। এ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে এই নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় হয়ে পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দু’দিন এই নিম্নচাপ শক্তিক্ষয় করবে।