১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে সঙ্ঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকেই লাগাতার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছিলেন তিনি। এবার আক্রমণের ধার আরও বাড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিথ্যাচারিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগাগোড়াই দাবি করে এসেছিলেন, ভারতের ভূখণ্ডে চীনা সেনা অনুপ্রবেশ করেনি। তবে প্রধানমন্ত্রীর হাঁড়ি হাটে ভেঙে দিয়েছে খোদ প্রতিরক্ষামন্ত্রক। তাদের একটি নথিতে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে, চলতি বছর মে মাসেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল চীনের সেনা। এই নথি প্রকাশ্যে আসায় বেজায় অস্বস্তিতে মোদী সরকার। পরে মিথ্যে ও লজ্জা ঢাকতে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে তড়িঘড়ি মুছেও ফেলা হয় সেই নথি।
এদিন নিজের টুইটারে সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ওই প্রতিবেদন শেয়ার করে রাহুল লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মিথ্যে কেন বলছেন?’ বিশেষ করে প্রতিরক্ষা মন্ত্রকের নথি যখন স্বীকার করে নিয়েছে গালওয়ান ঘাঁটি, প্যাংগং লেক এবং হট ফিঙ্গার এলাকায় চীনা অনুপ্রবেশ ঘটেছিল। এতকিছুর পরও প্রধানমন্ত্রী কীভাবে মিথ্যে বলে যেতে পারেন, সেটাই প্রশ্ন রাহুলের।
উল্লেখ্য, এদিন প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে যে নতুন ডকুমেন্ট আপলোড করা হয়েছে, তা অনুযায়ী চীনা ফৌজ ভারতের কুগ্র্যাং নালা (১৫ নম্বর পেট্রোলিং পয়েন্টের কাছে), গোগ্রা (পিপি- ১৭এ), প্যাংগং লেকের উত্তরে অনুপ্রবেশ করেছিল। ‘চীনের একপাক্ষিক আগ্রাসনের ফলে ওই স্থানে উত্তেজনা বৃদ্ধি পায় এবং এখনও ওই এলাকা বেশ সংবেদনশীল’, এমনটাই বলা হয়েছে ওয়েবসাইটে।