বুধবার অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো নিয়ে নানা মন্তব্য করেছে সব দলই। বাদ যায়নি বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস। কিন্তু বিজেপির শরিক হওয়া সত্ত্বেও বিষয়টি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অযোধ্যায় ভূমিপূজনে অংশ নিচ্ছিলেন, তখন নীতীশ হেলিকপ্টারে চড়ে গিয়েছিলেন দ্বারভাঙ্গা জেলায়। সেখানে তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন। তারপর চারটি টুইট করেন নীতিশ। কিন্তু তার একটিতেও অযোধ্যা প্রসঙ্গ নেই।
একটি সূত্রে জানা যায়, নীতীশের নিরবতা নিয়ে অসন্তুষ্ট হয়েছে বিহার বিজেপি। কিন্তু তারা প্রকাশ্যে বলেছে, ‘নীতীশজি কোনও বিবৃতি দিয়েছেন কিনা আমরা জানি না। কিন্তু আমরা জানি, সুপ্রিম কোর্ট যখন রামমন্দির নিয়ে রায় দিয়েছিল, তিনি সেই রায়কে স্বাগত জানিয়েছিলেন।’
পর্যবেক্ষকদের বক্তব্য, অতীতে নীতীশের সঙ্গে এনডিএ বা বিজেপির সম্পর্কে নানা ওঠাপড়া দেখা গিয়েছে। বিহারের ১৬ শতাংশ মানুষ মুসলিম। ১৯৯০ সালে রাষ্ট্রীয় জনতা দল নেতা লালুপ্রসাদ যাদব আডবাণীর রামরথ আটকেছিলেন। তারপর থেকেই মুসলিমরা লালুকে সমর্থন করে আসছেন।
নীতীশ ক্ষমতায় আসার পর থেকে চেষ্টা করছেন যাতে মুসলিম ভোট তাঁর দিকে টেনে আনা যায়। তিনি মুসলিমদের সমাধিক্ষেত্রের বাইরে পাঁচিল নির্মাণ করে দিয়েছেন, মুসলিম মেয়েদের জন্য নানা কাজ শেখার ব্যবস্থা করেছেন, মুসলিম ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করেছেন। এইসব কর্মসূচির জন্যই ২০১০ সালে মুসলিমদের একাংশ এনডিএ-কে ভোট দিয়েছিলেন।