করোনার এই আবহেও গেরুয়া হামলার হাত থেকে নিস্তার নেই। এবার আরামবাগে তৃণমূল কার্যালয়ে হামলায় অভিযুক্ত বিজেপি। এই ঘটনায় পুলিশ ৩ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুরে।
পুরপ্রশাসক স্বপন নন্দী বলেন, ‘বিজেপি–র পায়ের তলায় মাটি নেই। মানুষ ওদের আসল স্বরূপ বুঝতে পেরে গেছে। তাই ওরা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কিন্তু আগামী নির্বাচনে মানুষ তাদেরকে আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবে।’
তৃণমূল নেতা তথা আরামবাগ পুরপ্রশাসক স্বপন নন্দী বলেন, ‘প্রতিদিনের মতো ঘটনার দিন সন্ধে থেকে তৃণমূল ওয়ার্ড সভাপতি শম্ভুনাথ পাখিরা দলীয় কার্যালয়ে বসেছিলেন। এছাড়াও অন্য কর্মীরা উপস্থিত ছিলেন। বিজেপি আশ্রিত একদল বহিরাগত দুষ্কৃতী দলীয় কার্যালয়ে হামলা চালায়। ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয়। শম্ভুনাথ–সহ অন্য কর্মীদের লাঠি–রড দিয়ে বেধড়ক মারধর করে। এই অতর্কিত আক্রমণে তৃণমূলের আট–দশজন কর্মী জখম হন। তাঁদের মধ্যে তিন মহিলা–সহ ছ’জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শম্ভুনাথের আঘাত সবচেয়ে বেশি।’