অবশেষে কাজ শুরু হল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সবচেয়ে খারাপ অংশের। বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর দিকে যাওয়ার সময়ে বরানগর স্টেশনের ঠিক আগেই রয়েছে একটি সাবওয়ে। সেই অংশের রাস্তা এতটাই খারাপ যে গাড়ি নিয়ে যাওয়া যায় না। অবশেষে এই অংশে কাজ শুরু করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সাবওয়ের রাস্তার এক তৃতীয়াংশ বন্ধ করে, সেখানের সব পিচের আস্তরণ তুলে ফেলা হচ্ছে। তারপরে নতুন করে কাজ শুরু হল।
স্থানীয় বাসিন্দা সুদীপ্ত সাহা জানাচ্ছেন, “একটা অংশে কাজ শুরু হল এটা ভালো উদ্যোগ। আশা করি বাকি রাস্তাও মেরামত করা হবে।” নিত্যদিন, যান যন্ত্রণা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে জুড়ে তৈরি হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে বিমানবন্দরগামী রাস্তায় প্রতিদিন খারাপ হয়ে যায় একাধিক পণ্যবাহী গাড়ি। আর তার জেরে বরানগর থেকে বিমানবন্দর অবধি আসতে বিস্তর কাঠখড় পোড়াতে হয় সাধারণ মানুষকে।
এন এইচ এ আইয়ের আধিকারিকদের বক্তব্য, মেট্রোর কাজের জন্যে ক্রমাগত জল পড়ছে রাস্তার ওপরে। প্রতিদিন এই অংশ দিয়ে প্রচুর ভারী গাড়ি চলাচল করে। ফলে রাস্তা খারাপ হচ্ছে দ্রুত। আপাতত মেট্রো নির্মাণ সংস্থাকে জানানো হয়েছে সাবওয়ের ছাদের অংশ মেরামত করতে। এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকের উপস্থিতিতে সাবওয়ের মধ্যে থাকা রাস্তার পিচ পুরোপুরি তুলে ফেলা হচ্ছে। আজ বিকেল থেকেই শুরু হবে পিচ রাস্তার কাজ। আগামী দিনে এই রাস্তাও কংক্রিটের পুরোপুরি করা হবে।
ইতিমধ্যেই মেট্রো নির্মাণকারী সংস্থার ব্যক্তিদের ডেকে রাস্তার অবস্থা দেখিয়েছে এন এইচ এ আই। তবে বিমানবন্দরের কাছে রাস্তার যে অংশ খারাপ হয়েছিল সেখানে কাজ এখনও শুরু হয়নি। শীঘ্রই শুরু হবে বলে জানাচ্ছে এন এইচ এ আই। বর্ষার শুরুতেই বেহাল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও দক্ষিণেশ্বরের মধ্যে রাস্তার একাধিক অংশ। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে প্রায়শই ঘটছে দূর্ঘটনা। এমনটাই অভিযোগ স্থানীয়দের।